জগন্নাথপুর প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৮ ২০:০০

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল মহাবিদ্যালয়ে মানববন্ধন

অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে জেলার জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রোববার (৪ মার্চ) দুপুর ১টায় এ কর্মসূচি পালিত হয়। এতে শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও প্রভাষক এনামুল কবিরের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। বক্তব্য দেন প্রভাষক রিংকর রায়, শিব্বির আহমেদ, দেবাশীষ রায়, হাসানুজ্জামান খান, মহিউদ্দিন মাহি, মাহমুদ সুলতান, মির্জা আমিনুল হক ।

শিক্ষার্থীদের মধ্য বক্তব্য দেন সাদিকুর রহমান সৌরভ, ফারিয়া রহমান তামান্না, ধনমিয়া, সাহেদ আলী, তাহরিমা আক্তার রুমি, কামরান হোসেন, মারজুম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমুলক শাস্তি ও ড. জাফর ইকবালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয় এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত