জগন্নাথপুর প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৮ ২০:১৫

জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিলে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মার্চ) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মজিদপুর মসজিদ মার্কেটে স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে এ  সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা সম্প্রতি কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিলে অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাছা মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক কদ্দুস মিয়া, অর্থ সম্পাদক ফজর আলী, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান সাজাদ (বর্তামান মেম্বার)।

এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মছব্বির, বশর মিয়া, মন্তেশ্বর আলী, সৈয়দ ইর্শাদ আলী, জমির মিয়া, রফিক উল্ল্যা, ডা. শফিকুর রহমান, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহিন তালুকদার, মিজানুর রহমান, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুহেল হাসান, রিংকু মিয়া, আখলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কল্যাণ দেব, সুয়েব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, আক্তার হোসেন, অর্থ সম্পাদক মারজুম মিয়া, ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ, জহিরুল, সুহেল মিয়া, হাসন আলী, রাজন প্রমুখ।

এদিকে একই দাবিতে ওই ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলোয়ার হোসেন সিপুর পরিচালনায় এতে ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্যসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ, শুক্রবার (২ মার্চ) বিকেল স্থানীয় কলকলিয়া বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিলে সন্ত্রাসী হামলায় ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ বেশ কয়েকজন পদধারী নেতা আহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত