বানিয়াচং প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৮ ১৭:২৩

বানিয়াচংয়ে নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

'সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা' এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

এতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ার বেগমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী তানিয়া খানম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত