কমলগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৮ ১৮:০৭

কমলগঞ্জে ৫ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ৬৭তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা ২১ আগস্ট বুধবার থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে।

রোববার (২৬ আগস্ট) রাতে এই ঝুলনযাত্রা ও মেলার সমাপ্তি ঘটবে।

ঝুলনযাত্রা উপলক্ষে এবারও আলীনগর নাচঘর এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে দুই শতাধিক স্টল বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় জমছে।

এদিকে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি, শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা বাগান, কুলাউড়ার হিংগাজিয়া সার্বজনীন দেবালয়ে পাঁচ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে। পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতি কীর্তন, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি।

আপনার মন্তব্য

আলোচিত