সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৮ ২০:০৪

জন্মাষ্টমীর অনুষ্ঠানে ব্যাগ, পোটলা বহন করা যাবে না

আগামী ২ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে সিলেট মহানগরের জনসাধারণের প্রতি গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে নগরবাসীকে জন্মাষ্টমী চলাকালে গণ বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশাবলী অনুসরণের জন্য এসএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়।


গণ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়ে বলা হয়-

  • জন্মাষ্টমীতে আগত ধর্মপ্রাণ জনসাধারণকে ব্যাগ, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহন না করার জন্য।
  • আগত ধর্মপ্রাণ জনসাধারণকে কোন অপরিচিত ব্যক্তি, অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহণ না করার জন্য।
  • অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান দ্রব্যাদি সর্তকতার সাথে বহন করার জন্য।
  • সকল ধরণের প্রতারকদের বিষয়ে সর্তক থাকার জন্য।
  • পুরুষ ও  নারী পকেটমার হতে সর্বসাধারণকে সাবধান থাকার জন্য।
  • জন্মাষ্টমীর শোভাযাত্রা কোন কোন সড়ক দিয়ে যাবে তা আগেই সংশ্লিষ্ট থানাকে অবগত করার জন্য।
  • হকারের ছদ্মবেশে যাতে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ করার জন্য।
  • অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা করার জন্য।
  • একযোগে বা দলগতভাবে মটর সাইকেল চালিয়ে জনমনে আতংক সৃষ্টি বা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য।।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ কোন ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়ে উত্তেজনা ছড়াতে না পারে সে বিষয়ে সর্তক করার জন্য।
  • জন্মাষ্টমীর অনুষ্ঠানে এসে কোন নারী যাতে ইভটিজিং এর শিকার না হয় সে বিষয়ে খেয়াল করার জন্য।
  • কোন বিদেশী অতিথি থাকলে আগেই সংশ্লিষ্ট থানা ও সিটিএসবিকে জানানোর জন্য।
  • আজানের সময় যাতে হইহুল্লোড় না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সর্তক থাকার জন্য।
  • জন্মাষ্টমীর উদযাপন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবং কমিটির সদস্যের নাম পুলিশের নিকট প্রেরণ করার জন্য।
  • জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য।
  • সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে জরুরী ভিত্তিতে পুলিশ কন্ট্রোলরুম মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮ তে যোগাযোগ করার জন্য এবং উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ ও যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে জন্মাষ্টমীর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলে গণ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত