গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৮ ১৭:১৭

গোয়াইনঘাটে উন্নয়ন মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে শনিবার।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

গোয়াইনঘাট মেলা প্রাঙ্গণে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে বিটিভি থেকে সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স্থানীয় দর্শকদের দেখার সুযোগ করে দেয় উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় সরকারের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

মেলায় ৪৭টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ দপ্তরের বিগত ১০ বছরের উন্নয়ন তথ্য তুলে ধরে।

সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলার মাঠে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, তোয়ক্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত