সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৮ ১৮:৫০

‘আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার কেন্দ্রবিন্দু হবেন এরশাদ’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.টি.ইউ তাজ রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার কেন্দ্রবিন্দু হবেন পল্লীবন্ধু এরশাদ। মানুষ আবার শান্তি ও সুখের আশায় হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ফিরে পেতে চায়। সারাদেশে জাতীয় পার্টি সুসংগঠিত। জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে রাষ্ট্র ক্ষমতায় নেই। তারপরও পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরে সফল রাষ্ট্র পরিচালনার সুফল দেশের মানুষ ভোগ করছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতা বসাতে দেশের মানুষ আজ উদগ্রীব।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি সিলেট জেলা শাখার যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান।

সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইশরাকুল হোসেন শামীম, মো. সাইফুদ্দিন খালেদ, আব্দুল মালেক খান, মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, আলতাফুর রহমান আলতাফ, মো. বশির উদ্দিন, মহিলা পার্টি সিলেট জেলা সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তানজিনা মোমিন আহমদ, জাতীয় পার্টি নেতা মো. দৌলা মিয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিক, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেন মেম্বার, গোলাপগঞ্জ জাতীয় পার্টির আহ্বায়ক মো. মুজিবুর রহমান মুজিব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সভাপতি মো. আবু ফরহাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা হেনা বেগম, সহ সভানেত্রী রুনা বেগম চৌধুরী, বিশ্বনাথ জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আরশ আলী বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টি নেতা নিমার আলী, আব্দুশ শহীদ, আবুল কালাম, সিলেট জেলা যুব সংহতির সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, জাতীয় যুব সংহতির দক্ষিণ সুরমা থানা আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ, যুবনেতা আব্দুশ শহীদ, স্বেচ্ছাসেবক পার্টি নেতা মামুন আহমদ, মারুফ আহমদ তালুকদার, এনাম আহমদ, আব্দুল মতিন মালাই, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ তালুকদার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ আহমদ, জেলা ছাত্র সমাজ নেতা এডভোকেট ইমরান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা মামুনুর রশীদ, আব্দুল হান্নান, আব্দুল আহাদ, মুছব্বির আলী, ফখরুল ইসলাম, জামাল আহমদ মেম্বার, আব্দুশ শহীদ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী, যুবনেতা জামাল আহমদ, হাবিবুর রহমান স্বপন, সাফিয়া আহমদ, বাদশা হাজী, মহিলা নেত্রী রোজিনা বেগম, দিনা বেগম, রাজিয়া বেগম, ছাত্রনেতা রাহুল আহমদ, জয়নাল আবেদীন, শাহীনুর আহমদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত