সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৮ ১৭:৫৫

কোটা বহালের দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের সড়ক অবরোধ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার দাবিতে সুনামগঞ্জ শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

রোববার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে কোটা বহাল রাখার দাবিতে স্লোগান দেন তারা।

এর আগে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নোমানুল ইসলাম প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক নোমানুল ইসলাম নোমন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমরা দাবি জানাই সরকার মুক্তিযোদ্ধা কোটা বহাল করবে ও মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বহাল রাখবেন।

আপনার মন্তব্য

আলোচিত