সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৮ ১৯:১৬

তৃণমূল নেতাকর্মীদের সাথে আনোয়ারুজ্জামানের মতবিনিময়

সিলেট ২ আসনে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা চায় তৃণমূল আওয়ামী লীগ। তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, এই আসনে জাতীয় পার্টি দিয়ে হবে না। এই আসনে বিজয়ী হতে হলে নৌকা মার্কার প্রয়োজন।

রোববার (৭ অক্টোবর) সিলেট-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামানের বাড়ীতে তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বক্তারা আরো বলেন, বর্তমানে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ করে তৃণমূলের নেতারা বলেন, নেত্রী এই আসনে নৌকার মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করে নেত্রীকে উপহার দেব।

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের আনোয়ারুজ্জামানকে প্রয়োজন। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সিলেটসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি শহর- গ্রামে। কিন্তু সে-তুলনায় সিলেট-২ আসনে উন্নয়ন হয়নি। জাতীয় পার্টির সংসদ সদস্যকে দিয়ে সরকারের উন্নয়নের ছোঁয়া পাওয়া আমাদের সম্ভব হয়নি। তাই এলাকায় নৌকার মাঝি হিসেবে আনোয়ারুজ্জামানের মনোনয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে আনোয়ারুজ্জামানের দক্ষ নেতৃত্বের প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়াফর আলী মেম্বার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী সাধারণ, বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লিলু মিয়া, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা রইছ উদ্দিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মইন উদ্দিন লেচু মেম্বার, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মাহমুদ, উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকবুল আলী, কৃষক লীগ সভাপতি ইকবাল হোসেন মস্তান, উমর পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, সাদিপুর ইউপি আওয়ামী লীগ নেতা বাবু নিরঞ্জন দে, বুরুঙ্গা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রুপ, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আং খালিক লটই, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগ নেতা আবু আলা জুবায়ের আহমেদ শাহিন, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া। এছাড়া ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, হায়েনার দল মনে করেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলেই দেশের পক্ষে কথার বলার আর কোন লোক থাকবে না। কিন্তু তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এখন দেশে খাদ্যের কোনও অভাব নেই। সব ষড়যন্ত্র মোকাবিলা করে নিজ দলের নেতাকর্মীদের নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত