সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৮ ১৯:২১

সিলেটে বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন শুরু

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে শুরু হওয়া বইপড়া উৎসবের যুগপুর্তি আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

ইনোভেটর আয়োজিত এ বইপড়া উৎসবে এবার স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক পৃথক বিভাগে অংশ নিতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা স্ব-স্ব ক্যাম্পাসে ইনোভেটরের স্বেচ্ছাসেবকদের কাছে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া যে কোনো তথ্যের জন্য ০১৬১২-৬৪২৩৪৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে। উৎসবের প্রথমধাপ রেজিস্ট্রেশন শেষে আগামী ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেওয়া হবে। দ্বিতীয়ধাপে নির্বাচিত গ্রন্থ থেকে ফেব্রুয়ারি মাসে প্রতিযোগিতা মূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মার্চ মাসে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে।

আপনার মন্তব্য

আলোচিত