নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০১৮ ১৩:০৮

মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা শাখার শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ অবরোধ কর্মসূচী পালন করা হয়।

সোমবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কোটা বহাল রাখার দাবিতে স্লোগান দেন সংঘটনের নেতাকর্মীরা। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি সালাউদ্দিন পারভেজ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সকল উপজেলায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।

এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক জবরুল হোসেনের সঞ্চালনায় ও দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শহীদ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি সালাউদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা সন্তান দেবব্রত চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সহ সভাপতি মো. নাজিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, ক্রীড়া সম্পাদক মাহী উদ্দিন রাসেল, যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আফসাল আহমদ লিপু, দপ্তর সম্পাদক সজিবুল ইসলাম জয় প্রমুখ।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা সড়ক অবরোধ ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করে। সেসময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে সতর্কাবস্থানে ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত