বিশ্বনাথ প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৮ ১৮:৪০

বিশ্বনাথে ৩ ডয়াগনস্টিক সেন্টার ও ২ ডেন্টাল ক্লিনিককে জরিমানা

সিলেটের বিশ্বনাথে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ডেন্টাল ক্লিনিক থেকে ১৯হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মেডিকেল প্যাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বুধবার (০৭ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ, ডা: তারেক নুরুল ইসলাম, থানার এসআই সুলতান উদ্দিন।

অভিযানকালে অনুমোদন ও লাইসেন্স না থাকায় বিশ্বনাথ নতুন বাজারস্থ ‘আমিন ফার্মেসি এন্ড ডেল্টাল কেয়ার’কে নগদ ৮ হাজার, ডক্টর ডেন্টাল সার্জারীকে ২ হাজার, সন্ধানী ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার, পুরান বাজারস্থ মেডিচেক ডায়গনস্টিক এন্ড হেলথ কেয়ারকে ৫ হাজার এবং ‘লাইফ এইড ডায়গনস্টিক’ সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত