সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০৩

‘সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করা ব্যবসায়ীদের দায়িত্ব’

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ময়নুল হক চৌধুরী বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করা আমাদের ব্যবসায়ীদের দায়িত্ব। সমাজের মানুষ সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্যে আমরা ওষুধ বিক্রি করি। কিন্তু কোনো অবৈধ কমিশন নয়, সরকারের এম.আর.পি অনুসরণ করে ওষুধ বিক্রি করা নৈতিক দায়িত্ব। ভেজাল ও নকল ওষুধ বিক্রির মাধ্যমে একটা জাতি তথা একটি সমাজ ক্ষতিগ্রস্থ হয়। তাতে শুধু একটি সমাজ নয় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছি, আমাদের পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে। সম্মানের এ ব্যবসাকে আমরা যথাযথ মূল্যায়নের মাধ্যমে সঠিক নিয়মানুসারে সরকারের নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করবো।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, সিলেট শাখার উদ্যোগে বুধবার নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ‘ওষুধ ব্যবসায় বিরাজমান সমস্যা ও সমাধান, নকল-ভেজাল প্রতিরোধ ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি কর্মসূচি’ বাস্তবায়নে আয়োজিত কেমিস্টস্ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।

বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচালক মো.মুবিন আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার সিনিয়র সহসভাপতি এ.টি.এম মোশাহিদ উদ্দিন, সহসভাপতি এম.এ আজিজ। বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচালক সৈয়দ নাজিম হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুবিন হোসেন চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  ফারুক আহমদ, আব্দুল মুক্তাদির জোবায়ের, রুহেল আহমদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিস পরিচালক মুকির হোসেন চৌধুরী, কবির আহমদ, সমিতির পরিচালক আব্দুল করিম বড় ভূইয়া, শাহিদ আহমদ, সমিতি সিলেট শাখার পরিচালক এম এ মতিন, এম এ মালিক হুমায়ুন, অমীয় ভূষন পাল, শেখ আশরাফুল আলম, মো.আক্তারুজ্জামন।

 সমাবেশে সভাপতি ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নির্দেশিকা উন্মোচন করা হয় এবং প্রত্যেকটি ফার্মেন্সীতে ঝুলিয়ে রাখতে হবে যাতে লোকজন সচেতন হয়। সমাবেশে বিভিন্ন ফার্মেসির স্বত্ত্বাধিকারিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেশা বা ঘুম হয় এ জাতীয় ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ বিক্রির সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে বিক্রি, ডাক্তারের প্রেসক্রিপশনে লিখিত ঔষধ সঠিকভাবে সরবরাহ ইত্যাদি বিষয়ে সমিতির সদস্যদেরকে নির্দেশনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত