জুড়ী প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:০৯

জুড়ীতে সংবর্ধিত শেখ মামুন

মৌলভীবাজারের জুড়ীতে শেখ মামুনুল হকের আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংক্ষিপ্ত সফরে জুড়িতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্য, সমাজ সেবক ও শিল্পপতি, উত্তরাস্থ গোপালগঞ্জ এসোসিয়েশনের সভাপতি শেখ মামুনুল হক।

পরে মৌলভীবাজারের জুড়ীতে বিশ্বনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা মাঠে বিকেল পাঁচটায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রফিক নাজমু'র সভাপতিত্বে এক সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, এক সময় বাংলাদেশ দারিদ্র ও মঙ্গা কবলিত ছিল। জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও নেতৃত্বে সেই অবস্থা থেকে দেশকে উত্তরণ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন দুখী মানুষের মুখে হাসি ফোটানো। সে স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। বিদ্যুৎ, শিল্প, দক্ষ জনশক্তি সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। মীরজাফররা বঙ্গবন্ধুকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। দেশবাসী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বার বার ভোট দিয়ে নির্বাচিত করার তা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিক্রিয়াশীল চক্র একুশ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু জনগণের দোয়ায় আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি দেশকে এগিয়ে নিচ্ছেন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অদুর ভবিষ্যতে বিদেশীরা এদেশে চাকরী করতে আসবেন। কারণ বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বিশ্বে উন্নয়নের রোল মডেল।

পরে উপজেলার বিশ্বনাথপুরস্থ সৈয়দ আব্দুর রউফ ও ফাতেমা বেগম চৌধুরী দারুল উলুম মাদরাসা ও এতিমখানা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রফিক নাজমুর পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার ছাত্রদের ও শিক্ষকদের পক্ষ থেকে ও  বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রাকিব, উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি,ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা,চেয়ারম্যান মাশুক আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাষ্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত