নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:৪৪

শিবগঞ্জে শ্রমিক খুনের নেপথ্যে ছিনতাই, দায় স্বীকার

ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন করা হয় শিবগঞ্জের খরাদিপাড়ার কটন মিলের শ্রমিক মিসবাউল হক(৫৫) কে।- পুলিশকে এমনটিই জানিয়েছে এই হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া রমজান মিয়া (২৫)। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথাও পুলিশের কাছে স্বীকার করেছে রমজান।

গত বুধবার রাতে নগরীর নগরীর শিবগঞ্জ খরাদিপাড়া বাসা থেকে মিসবাউল হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।অ মিসবাউল ওই এলাকার সিদ্দিকী কটন মিলে কাজ করতেন।

এ ঘটনায় শনিবার দুপুরে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার এবং শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে খরাদিপাড়ার একটি কলোনী থেকে রমজান মিয়াকে গ্রেপ্তার করা হয়। রমজান কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের উসমান মিয়ার ছেলে।

ওসি আক্তার হোসেন বলেন, প্রাথিমক জিজ্ঞাসাবাদে রমজান মিয়া হত্যার বিষয়টি স্বীকার করেছে।

রমাজানের বরতা দিয়ে ওসি জানান, সে প্রায়ই দেখত রাতে কাজ শেষে মালিককে হিসাব বুঝিয়ে দিয়ে নগদ টাকা নিয়ে কটন মিল থেকে বের হতেন মিসবাউল। ২০ ফেব্রুয়ারি রাতে এই টাকা ছিনতাইয়ের জন্যই সে মিসবাউলের গলায় ও বুকে ছুরিকাঘাত করে ১৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

রবিবার রমজানকে আদালতের মাদ্যমে কারাগানে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আক্তার।

আপনার মন্তব্য

আলোচিত