কানাইঘাট প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৯ ০১:০২

কানাইঘাটে প্রেমিক জুটির থানায় বিয়ে

কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামে এক প্রেমিকজুটিকে আটক স্থানীয় জনতি পুলিশে দিলে পুলিশের উদ্যোগে থানায় ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে দেওয়ায় হয়েছে।

জানা যায়, গত রবিবার মধ্যরাতে শিবনগর গ্রামের সৌদি প্রবাসী শফিকুল হকের মেয়ে ২ সন্তানের জননী ফাহিমা বেগম (২৪) পৌরসভার দূর্লভপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র অটোরিক্সাচালক রেজওয়ানকে (২৩) সাথে নিজ বাড়িতে থাকাবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে সোমবার ভোরে তাদের কানাইঘাট থানায় সোপর্দ করেন গ্রামবাসী।
 
এরপর সোমবার দুপুরে থানায় উভয়ের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে ফাহিমা ও রেজওয়ানের ২ লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে শরীয়াহ মোতাবেক বিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফখর উদ্দিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া বেগম।

বিয়ের বিষয়টি স্বীকার করে থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, অসামাজিক কার্যকলাপের জন্য ফাহিমা ও রেজওয়ানকে গ্রামের লোকজন থানায় সোর্পদ করার পর উভয় পরিবারের লোকজনদের সম্মতিক্রমে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়।

জানা গেছে, ফাহিমা বেগম কে পূর্বে বিয়ে করে ছিলেন সেলিম উদ্দিন নামের এক ব্যক্তি।

আপনার মন্তব্য

আলোচিত