ছাতক প্রতিনিধি

১৭ জুন, ২০১৯ ১৭:৫৮

ছাতকের বাগবাড়ি স্কুলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন

ছাতকের বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭জুন) উপজেলার মধ্যে এ প্রথম বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষিকা লোপা দাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রবীন আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস। বক্তব্য রাখেন, শিক্ষিকা ডলি রানী দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সম্পর্কিত সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌছে দিতে বঙ্গবন্ধু কর্ণার গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। স্বাধীনতার গৌরবোজ্জ্বল সঠিক ইতিহাস তুলে ধরে ৭১ এর চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। এ সময় উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, অভিভাবক চম্পু দত্ত, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, শিক্ষিকা শেলী রানী কর, হালিমা বেগম, জাহানারা বেগম, রহিমা বেগম, মুনমুন দে, শিউলী পাল, তাছমিনা আক্তার কলি, তমা রানী দাস, রিমা দাসসহ অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবু নাহিয়ান নেহাল ও গীতা পাঠ করেন শ্রেয়া দাস।

আপনার মন্তব্য

আলোচিত