বিয়ানীবাজার প্রতিনিধি

১৭ জুন, ২০১৯ ১৯:০৩

বিয়ানীবাজারে ডাকাতি ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

সিলেটের বিয়ানীবাজারে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা নগদ অর্থসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ বাড়ির মালিকের। সোমবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার চারখাই ইউনিয়নের শিকারপুর এলাকার জাহিদ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান গৃহকর্তা জাহিদ।

জাহিদ আহমদ বলেন, "সোমবার দিবাগত ৩ টার দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে বসত ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে ফেলে। ডাকাতিকালে ডাকাতরা নগদ অর্থসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতির ঘটনা নিয়ে আমরা কিছুটা সন্দিহান রয়েছি। আমরা তদন্ত চালাচ্ছি, যদি ডাকাতির ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ডাকাতদের গ্রেপ্তার করবো। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বিয়ানীবাজার থানায় কোন মামলা দায়ের করেনি।

আপনার মন্তব্য

আলোচিত