বড়লেখা প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৫ ১৮:৩৭

মোটরসাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা: বড়লেখায় অভিযান

মোটরসাইকেলে একজনের বেশি চড়াকে নিরুৎসাহিত করতে বড়লেখায় ২৩ জানুয়ারি থেকে অভিযান শুরু করেছে থানা পুলিশ

 
মোটরসাইকেলে একজনের বেশি চড়াকে নিরুৎসাহিত করতে বড়লেখায় ২৩ জানুয়ারি থেকে অভিযান শুরু করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মোটরসাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অবরোধের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে নাশকতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়লেখা থানার সেকেন্ড অফিসার কাজী মো: জিয়া উদ্দিন ও এসআই মেহেদী হাসানের নের্তৃত্বে শুক্রবার এ অভিযান পরিচালানা করা হয়। থানা এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন সড়কে অনেক মোটরসাইকেল থেকে সঙ্গীদের নামিয়ে দিতে দেখা যায়। বৃহস্পতিবার এক আদেশে বলা হয়, ‘সাম্প্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশের ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারাদেশে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল।’







আপনার মন্তব্য

আলোচিত