নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৭

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভূমিসন্তানের বৃক্ষরোপণ

সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচির দ্বিতীয় ধাপে সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সিলেট শহরতলীর লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ে সংগঠনের ১১৫টি ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এদিকে পরিবেশবাদী এ সংগঠনটির পক্ষ থেকে জানা যায়,  বিদ্যালয়ের সংস্কার কাজ শেষ হলে আগামীতে আরও গাছ লাগানো হবে এ বিদ্যালয় প্রাঙ্গণে।

এর আগে গত ১ সেপ্টেম্বর খাদিমনগর দলই পাড়া এলাকার প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ ভিক্ষায় প্রাপ্ত বৃক্ষ রোপণের প্রথম ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোববারের কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদের সভাপতিত্বে পরিবেশকর্মী বিমান তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির।

এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গুণধর গোয়ালা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব নাথ, শিক্ষক অলক রঞ্জন পাল, নার্সারি মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন, চা শ্রমিক ইউনিয়ন সুরমা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

এসময় উপস্থিত ছিলেন ইমজার সদস্য প্রত্যুষ তালুকদার, মাহবুব হাসান রাসেল, অলক চৌধুরী, তৌহিদুল ইসলাম, অসিম সরকার, জাহাঙ্গীর আহমেদ, অনিল পাল, অনির্বাণ সেনগুপ্ত।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক এবং প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীরা।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমে বিপন্ন হওয়া পরিবেশ বাঁচাতেই ভূমিসন্তান বাংলাদেশের জনসচেতনতা ও গাছ লাগানোয় উৎসাহ দিতে বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের নানা বিষয় সম্পর্কে অবহিত করেন সিলেট নার্সারি মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর।

পরে ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ করা হয়।  তারা যাতে বৃক্ষ ভিক্ষার আদলে নিজ উদ্যোগে বাড়িতে অথবা বিদ্যালয়ে অন্তত একটি করে গাছ রোপণ করতে বলা হয়।

সংগঠনের সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় বৃক্ষ মেলায় বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করে সংগঠনটি ৭৫০টি গাছের চারা সংগ্রহ করেছিল। সংগ্রহকৃত এসব গাছ প্রথম ধাপে লাগানো হয়েছে খাদিমপাড়ার একটি বিদ্যালয়ে। দ্বিতীয় ধাপে সিলেট সরাকি উচ্চবিদ্যালয়ে। পর্যায়ক্রমে সিলেটের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ভিক্ষায় প্রাপ্ত বৃক্ষের রোপণ কর্মসূচি পালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত