নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০১৯ ২৩:৩৯

পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের পরও সিলেটে লোডশেডিং কেন, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকার পরও সিলেটে ঘন ঘন লোডশেডিং কেন হচ্ছে তা জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। দ্রুত এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি।

শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটে চলমান বিভিন্ন উন্নয়নের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এসময় সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন ড. মোমেন। এ ব্যাপারে কোনো খামখেয়ালি বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সভায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল নির্মাণ এবং ওসমানী হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া বাদাঘাট-বাইপাস সড়ক, লাক্কাতুরা থেকে বিমানবন্দর সড়ক চার লেন করণ, মা ও শিশু হাসপাতাল নির্মাণসহ কয়েকটি প্রকল্পের ব্যাপারে খোঁজ নেন পররাষ্ট্রমন্ত্রী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: মাহবুব হোসেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব প্রমুখ।

এতে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত