নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৯ ১৩:০৭

আবরার হত্যার দ্রুত বিচার দাবি সিলেটের শিক্ষার্থীদের

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সর্বস্তরের মানুষের বাক স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এছাড়াও সর্বস্তরের মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাত ৩টার দিকে শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।

হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুয়েট কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৯ জন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এছাড়া শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত