COVID-19
CORONAVIRUS
OUTBREAK

Bangladesh

Worldwide

164

Confirmed Cases

17

Deaths

33

Recovered

1,431,973

Cases

82,096

Deaths

302,209

Recovered

Source : IEDCR

Source : worldometers.info

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০১৯ ০০:৫৮

রবীন্দ্রনাথ স্মরণোৎসব: বৃহস্পতিবার সিলেটে যা থাকছে

১৯১৯ সালের ৫ নভেম্বর তিনদিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবছর রবীন্দ্রনাথের সিলেট পরিভ্রমণের একশ’ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সিলেটজুড়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবীন্দ্রনাথের পরিভ্রমণের একশ’ বছর পূর্তি পালনে ‘শ্রীহট্টে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব’ শিরোনামে এই আয়োজন ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এছাড়া রবীন্দ্রস্মৃতিবাহী সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজ, ব্রাহ্ম সমাজ, সিংহবাড়ি ও মাছিমপুর মনিপুরী মন্দিরে পৃথক অনুষ্ঠান করেছে।

তৃতীয় দিনের আয়োজনে বৃহস্পতিবার থাকছে-

সিলেট সরকারি মহিলা কলেজ
সিলেট সরকারি মহিলা কলেজের মিলনায়তনে সকাল ৯টা হতে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ আলি জিমনেশিয়াম
মোহাম্মদ আলি জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে ২ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

বিকেল ৪টা হতে সিলেট জেলা স্টেডিয়ামে ‘শ্রীহট্টে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব’ কমিটির আয়োজনে শুরু হবে আলোচনা পর্ব। এরপর দলীয় নৃত্য, একক আবৃতি ও গান পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।

এছাড়াও শেষদিন অর্থাৎ ৮ নভেম্বর (শুক্রবার) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সম্মিলিত আবৃতি, আলোচনা পর্ব, দলীয় নৃত্য। এতে একক পরিবেশনায় থাকবেন বাংলাদেশের আসাদুজ্জামান নূর, রেজওয়ানা চৌধুরী বন্যা, লাইসা আহমেদ লিসা, ড.অনুপম কুমার পাল, ড.অসীম দত্ত।

এছাড়া থাকছেন ভারতের মেধা বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী পূর্ণদাস বাউল, অগ্রিভ বন্দ্যোপাধ্যায়।

এতে প্রধান অতিথি হিসাবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আপনার মন্তব্য

আলোচিত