গোলাপগঞ্জ প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০১৯ ০১:২৮

১৫ বছর পর গোলাপগঞ্জ উপজেলা আ. লীগের সম্মেলন আজ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবির আহমদ।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সভাপতি ও সম্পাদক পদের একাধিক প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণার পাশাপাশি শীর্ষ নেতাদের আশীর্বাদ পেতে জোর লবিং ও তৃণমূল কাউন্সিলরদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কাউন্সিলে বর্তমান কমিটির সভাপতি এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী প্রার্থী হচ্ছেন না। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমদও সভাপতির পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে নতুন নেতৃত্ব আসছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগে। তবে কাউন্সিলের মাধ্যমে দলের ত্যাগী নেতারা নতুন কমিটি আসবে এমন প্রত্যাশা সকল পর্যায়ের রাজনীতিবিদের।

আপনার মন্তব্য

আলোচিত