তাহিরপুর সংবাদদাতা

০৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:১০

তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

"নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা" এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬দিন ব্যাপী কর্মসূচি ২০১৯ (অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৪ নভেম্বর) দুপুরে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্প’র সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের জেলা সহায়ক সৈয়দ নজরুল ইসলাম’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, খালেদা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার প্রমুখ।
 
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত