গোয়াইনঘাট প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৬

গোয়াইনঘাটের হাদারপার-আহারকান্দি সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন

সিলেটের গোয়াইনঘাটের হাদারপার-আহারকান্দি সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।  

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য ইউপি সদস্যরা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনসাধারণের সাথে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি পথসভা করা হয়।  

পথসভায় গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, যোগাযোগ ব্যবস্থায় জন ভোগান্তি কমাতে সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গোয়াইনঘাটে শতভাগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গোয়াইনঘাটের হাদারপার-আহারকান্দি সড়কটির উন্নয়ন কাজ গোয়াইনঘাটের উন্নয়ন মহা পরিকল্পনার একটি মাইলফলকও বটে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়ন এবং ২নং পশ্চিম জাফলং ইউনিয়নবাসীর উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থায় ৮ কিলোমিটারের মতো দূরত্ব এবং আধা ঘণ্টারও বেশি কম সময়ে উপজেলা সদরে আসা যাবে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের আওতায় হাদারপার-আহারকান্দি সড়কটির উন্নয়ন কাজের চলতি বছর ১৬লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নয়ন কাজ বাস্তবায়নে ভবিষ্যতে আরও বরাদ্ধ দেয়া হবে।  

পরিদর্শনকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং রুস্তমপুর ইউ.পি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সিহাব,২নং পশ্চিম জাফলং ইউ. পি চেয়ারম্যান মো. আব্দুস সালাম,রুস্তমপুর ইউনিয়নের ইউ.পি সদস্য জালাল উদ্দিন, পশ্চিম জাফলংয়ের ইউ, পি সদস্য জালাল উদ্দিন বাবুল গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান, যুবলীগ নেতা মাসুক আহমদ, ব্যবসায়ী মাওলানা রিয়াজ উদ্দিন, হাজী সোনা মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত