নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২০ ১৮:০৩

সিলেট চেম্বারে সদস্যদের জন্য ভ্যাট, ট্যাক্স হেল্প ডেস্ক চালু

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যদের জন্য ভ্যাট, ট্যাক্স হেল্প ডেস্ক এর উদ্বোধন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় চেম্বার কার্যালয়ে ভ্যাট, ট্যাক্স হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, নতুন ভ্যাট আইন ও ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন না জানার কারণে ব্যবসায়ীরা অনেক সময় নানা ধরণের হয়রানির শিকার হন। ব্যবসায়ীদের এসব হয়রানির হাত থেকে রক্ষা করতে কাজ করবে সিলেট চেম্বারের ভ্যাট, ট্যাক্স হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কে একজন অভিজ্ঞ কর্মকর্তা নিয়োজিত থাকবেন যিনি ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করবেন।

হেল্প ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী।       

আপনার মন্তব্য

আলোচিত