সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২০ ২১:২৭

মুজিববর্ষ উপলক্ষে সিলেট সদর উপজেলায় আনন্দ র‌্যালি

মুজিববর্ষ উপলক্ষে সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হযরত শাহপরান (রহ.) মাজার গেট প্রদক্ষিণ করে উপজেলা সেন্ট্রাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আশজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ পারভীন।

উপস্থিত ছিলেন কৃষি অফিসার রাকিবুল হাসান, প্রকৌশলী সাইফুল আজম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ, সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন, সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, আমার বাড়ী আমার খামার কর্মকর্তা প্রিয় ব্রত রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. লায়েছ মিয়া তালুকদার, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শিরিন আক্তার।

আরও বক্তব্য দেন কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী,  টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রমিজ উদ্দিন বাবুল, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ মঞ্জু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত