কমলগঞ্জ প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২০ ১৬:১৯

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীনগর চা বাগান নাট মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি,  আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থার ইনডিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্টের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের উপ পরিচালক নাহিদুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী প্রমুখ।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখনলাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী।

সভায় বিভিন্ন ভ্যালির সভাপতি-সম্পদক, বাগান পঞ্চায়েত সভাপতি-সম্পাদক, শ্রমিক নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নারী-পুরুষ চা-শ্রমিক উপস্থিত ছিলেন।

সভায় বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে আরো সু-সম্পর্ক গড়ে ওঠার লক্ষ্যে চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবিসমূহ পূরণ ও তাদের অধিকার আদায়ের সংগ্রামে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধতা কামনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা পংকজ কন্দ, বিজয় হাজরা, কমল চন্দ্র বুনার্জী, সজল কৈরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত