গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০২০ ২০:১০

গোলাপগঞ্জে সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে পৌর শহরের সিলেট-জকিগঞ্জ ও গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সড়কের উপর নির্মিত শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমীন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহি উসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সৈয়দ আব্দুল মালেক, গণদাবী পরিষদের উপজেলা সভাপতি আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি লায়েক আহমদ, সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মাখন মিয়া, গোলাপগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া পৌর সভার কাউন্সিলর ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দও উপস্থিত থাকতে দেখা যায়।

গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন আহমদ জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে। এতে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা প্রশাসন ও পৌরসভার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য দেলোয়ার হোসেন মাহমুদ বলেন, বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে একদল অসাধু ব্যবসায়ী শহরে ব্যবসা করে আসছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ অভিযান পরিচালনার ফলে এ সমস্যার সমাধান হবে।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল বলেন, পৌর শহরের সৌন্দর্য রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, গোলাপগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।





আপনার মন্তব্য

আলোচিত