দিরাই প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:৫৪

দিরাইয়ে ভোক্তাধিকার সংরক্ষণ আইন বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জের দিরাইয়ে নিরাপদ খাদ্য ও ভোক্তাধিকার সংরক্ষণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা ভোক্তাধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সোনিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. বর্ষা চক্রবর্তী, ডা. ফাহমিদা সুলতানা, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, বিদ্যুতের এরিয়া ম্যানেজার পারভেজ মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে সফি উল্লাহ বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা অনেক সময় প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে সবাই কাজ করে যেতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত