গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২০ ১৯:৫২

৩০০ পরিবহন শ্রমিকের মধ্যে গোলাপগঞ্জ পৌরসভার চাল বিতরণ

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি পরিবহন শ্রমিকের মধ্যে গোলাপগঞ্জ পৌরসভার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার পক্ষ থেকে ৩০০ জন পরিবহন শ্রমিকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করে গোলাপগঞ্জ পৌরসভা।

পৌর ভবন মাঠে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ আমরা অসহায়দের মাঝে যথাযথ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিকরা বেশি কষ্টে আছে। এজন্য পৌরসভার পক্ষ থেকে আজ তাদের চাল দেওয়া হয়।

এর পূর্বে পৌর এলাকায় সরকারি বরাদ্দ ও বিত্তবানদের সহযোগিতায় পৌর সভার পক্ষ থেকে কাউন্সিলরদের মাধ্যমে ১২০০ সহ মোট ১৪০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত