নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২০ ২৩:৫০

হবিগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক ও নার্স

সোমবার হবিগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত ১০ জন রোগী সনাক্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত একজন চিকিৎসক ও একজন সেবিকা (নার্স) রয়েছেন।

সোমবার রাতে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত চিকিৎসক ও নার্স জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

এরআগে সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জে করোনা আক্রান্ত ১০জন সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সোমবার দিনে ওসামনী মেডিকেল কলেজের ল্যাবে এই ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন



আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি। এদের ৮জন পুরুষ ও দুইজন নারী।

এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। পুরো সিলেট বিভাগে এ সংখ্যা ১৮ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান সিভিল সার্জন।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আক্রান্তদের সবার বাড়ি লকডাউন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত