বড়লেখা প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২০ ১৮:০০

কর্মহীন মানুষের মধ্যে বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে মৌলভীবাজারের বড়লেখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের সংগঠন ‘বড়লেখা ফ্রেন্ডস ক্লাব’। সংগঠনটির উদ্যোগে করোনা সংকটে সাময়িক অসুবিধাগ্রস্ত ২২০টি পরিবার ও উপজেলার ৩টি এতিমখানার ৮০জন শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরশহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, মসুর ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, পেঁয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লাইফবয় সাবান ১টি ও লবণ ৫০০ গ্রাম। বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দূর্বার মুক্ত স্কাউট দল খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেছে।

খাদ্যসামগ্রীর উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বড়লেখা ফ্রেন্ডস ক্লাব, ইউকে’র প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম, কাউন্সিলর জেহীন সিদ্দিকী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুল আহাদ, প্রধান শিক্ষক বদর উদ্দিন, শিক্ষক নেতা বদরুল ইসলাম, সজল সরকার, ব্যবসায়ী কামরুল ইসলাম, সমাজসেবক ফয়েজ আহমদ, বড়লেখা বøাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, দূর্বার মুক্ত স্কাউট দলের তৌফিকুল ইসলাম আবির, সুমিত ভট্টাচার্য প্রমুখ।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব, ইউকে’র প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘করোনাভাইরাসের কারণে নি¤œআয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে মধ্যবিত্তরা খুব কষ্টে আছেন। যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা কর্মহীনদের কষ্ট অনুধাবন করেছেন। ক্লাবের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী নাজিম উদ্দিন ও সম্পাদক আব্দুল মুনিম বেলালসহ সকল সদস্য খুব দ্রুত সহায়তার হাত বাড়ান। প্রথম দফায় ২২০ জনকে ও ৩টি এতিমখানার ৮০জন শিশুর জন্য খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত