শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২০ ১৬:১২

শায়েস্তাগঞ্জে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রতিদিনের ন্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসি ছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে রানা জুয়েলার্সকে ২ হাজার টাকা, মিজান কসমেটিকসকে ১০ হাজার টাকা, রুপা কসমেটিকসকে ৫ হাজার টাকা, সাইকেলের দোকানকে ২০ হাজার টাকা, পুরান বাজার একটি চায়ের দোকানকে ৫০০ টাকা ও শুটকির উপরে পলিথিন দিয়ে ঢাকনা না থাকায় শুটকি ব্যবসায়ী জনপ্রতি ২শ টাকা করে ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিয়ম মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত