কমলগঞ্জ প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২০ ১৯:৪৭

সরকারি নির্দেশনা অমান্য করায় কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসে সংক্রমণ রোধে জারি করা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অপ্রয়োজনে ঘোরাফেরা করার কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ও এক মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় নগদ ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়ে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হকের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা চৌমোহনা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনাভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষণিক মনিটরিং এ আছেন। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত