জুড়ী প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২০ ২২:০৮

জুড়িতে কৃষকের পাশে যুবলীগ-ছাত্রলীগ

করোনার কারণে হাওরে শ্রমিক সংকট অন্যদিকে বন্যার আংশকা। কৃষকের মুখে হতাশার চাপ, কিভাবে ঘরে তুলবেন ধান। কৃষকের একটাই চিন্তা যেভাবেই হোক ধান ঘরে তুলতে হবে। কৃষকদের এই আশংকার দিনে তাদের  পাশে এসে দাড়িয়েছে জুড়ী উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। গত দুইদিন থেকে তারা কয়েকজন কৃষকের ধান কেটে দিচ্ছেন।

গত বৃহস্পতিবারে কৃষক ফিরোজ মিয়ার ধান কেটে দেওয়ার পর রমজান আলী নামের এক কৃষক ফোন দিয়ে তাদের সহযোগিতা চান।

শুক্রবার সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় শখানেক নেতাকর্মী হাকালুকি হাওরে এ কৃষকের ধান কেটে দেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান সুমন, শাহরিয়ার মাহবুব, যুবলীগের  সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সাগরনাল ইউনিয়নের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ, এ আর সাজেদ এসময় উপস্থিত ছিলেন।

কৃষক রমজান আলী বলেন,  ছাত্রলীগ ধান কেটে দিচ্ছে, আমি এ খবর শুনে ছাত্রলীগের এক নেতারে  ফোন দিলে তারা আজ এসে আমার ধান কেটে দিয়ে যায়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা ধান কাটায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, হাওরপারের জুড়ী উপজেলায় আমাদের বাড়ি থাকায় কৃষকদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমরা শ খানেক নেতাকর্মীদের নিয়ে হাকালুকি হাওরে ধান কাটি।








আপনার মন্তব্য

আলোচিত