শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ০১:১১

শ্রীমঙ্গলে ডেঙ্গু রোগী শনাক্ত

দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল মালেকের ছেলে মো. তারেক (৩৫)।

জানা গেছে, গত কয়েকদিন আগে তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জ্বরের তীব্রতা ও অন্যান্য উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা করে শনিবার ২৫ এপ্রিল তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পান।

বিজ্ঞাপন



শ্রীমঙ্গল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সম্প্রতি আক্রান্ত ব্যক্তিটি প্রচণ্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে আমরা তার জ্বর পরীক্ষা করে তার দেহে ডেঙ্গু সংক্রমণের উপস্থিতি পাই। সে শহরের কলেজ রোডের বাসিন্দা বলে তিনি জানান।

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন ডেঙ্গু আক্রান্ত তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

আপনার মন্তব্য

আলোচিত