নিজস্ব প্রতিবেদক, সিলেট ও জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

২৭ এপ্রিল, ২০২০ ২৩:৩০

সিলেটে আক্রান্ত ১৩ জনের ১১ জনই সুনামগঞ্জের

সিলেটে নতুন করে ১৩ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় সোমবার রাতে। এই ১৩ জন করোনায় আক্রান্তের মধ্যে ১১ জনই সুনামগঞ্জ জেলার।

সোমবার (২৭ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে হওয়া নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ আসে।

এদিন মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে। তাদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে ও বাকি ১৬৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের তথ্য সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন ।

তিনি জানান, সুনামগঞ্জে আক্রান্ত হওয়া ১১ জনের মধ্যে ৪ জন বিশ্বম্ভরপুরের, জগন্নাথপুরের ১ জন, দক্ষিণ সুনামগঞ্জের ২ জন, দোয়ারা বাজারের ৩ জন, সুনামগঞ্জ সদরের ১ জন রয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ১১ জনসহ বর্তমানে সুনামগঞ্জ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জনে দাঁড়ালো।

আপনার মন্তব্য

আলোচিত