নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২০ ০১:৩৭

৬ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অনলাইন প্রতিবাদ কর্মসূচি

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৬ দফা দাবিতে সোমবার সিলেটে অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখা।

করোনা মহামারীর ফলে এ বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন ফি মওকুফ, অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন বৃত্তি প্রদান, ছাত্র ও বেকারদের মেস/বাড়ি ভাড়া পরিশোধে রাষ্ট্রীয় বরাদ্দ, শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহযোগিতা, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা ও বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার দাবিতে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সিলেটর নগর শাখার বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সংগঠন সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, প্রাক্তন সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত কর সানী, এমসি কলেজ শাখার নেতা সুমিত কান্তি দাস পিনাক, মদন মোহন কলেজ শাখার সংগঠক মো. সাকিব রানা, মঞ্জুর রহমান রিপন, দোয়েল রায়, সুরাইয়া পারভিন আঁখিসহ অনেকেই অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত