তাহিরপুর প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২০ ১৩:৩৯

তাহিরপুরে বোরো ধান সংগ্রহ শুরু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রকৃত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, রাহাত হায়দার প্রমুখ।

তাহিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান বলেন, এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে ২ হাজার ৭৭০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত