বেনাপোল প্রতিনিধি

১৮ মে, ২০২০ ২৩:১১

বেনা‌পো‌ল সীমান্তে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে ৭শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

‌সোমবার (১৮ মে) রাতে বেনাপোল পোর্ট থানার সাদীপুর বেলতলার মোড় থেকে তাদের আটক করে বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন, বেনাপোল বড়আঁচড়া গ্রা‌মের সুলতা‌নের ছে‌লে আব্দুল জ‌লিল ও একই গ্রা‌মের আবু মুছার স্ত্রী বিউটি খাতুন।

পুলিশ জানায়, গোপন সংবাদে ‌বেনা‌পোল পোর্ট থানার এসআই জা‌কির হো‌সেন অভিযান চালিয়ে বেনাপোল সা‌দিপুর বেলতলা থেকে ৭শ ৫০ গ্রাম গাঁজাসহ তা‌দের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত‌দের বিরুদ্ধে মাদক আইনে মামলা দি‌য়ে তাদেরকে য‌শোর আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত