নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২০ ১৬:১৮

অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে ড. কামালের শোক

সুপ্রিমকোর্টের আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গত সোমবার তিনি চট্টগ্রামে মারা যান। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

শোকবার্তায় ড. কামাল হোসেন বলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম একজন রাজনৈতিক নেতা এবং আইনজীবীদের নেতা হিসাবে অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের খসড়া কমিটির অন্যতম সদস্য ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি গণতন্ত্রের আন্দোলনে, আইনজীবীদের এবং বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি জাতীয়ভাবে ব্যাপক সম্মানিত ছিলেন।

ড. কামাল হোসেন বলেন, তার মৃত্যুতে আমরা কেবল একজন গণতান্ত্রিক যোদ্ধাকে হারাইনি পাশাপাশি সত্যিকারের আইন ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজনকে হারিয়েছি।

তিনি তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত