সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০২০ ১৪:০৯

কক্সবাজারে বৃদ্ধকে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত এবং এ ঘটনায় করা মামলার প্রধান আসামি আনছুর আলম (৪০) কে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

বুধবার (১০ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওই বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা নেওয়ার পাশাপাশি অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত আনছুর আলম পালিয়ে যান। কিন্তু তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত আনছুর আলমকে বুধবার (১০ জন) বেলা ১১টায় গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত