বেনাপোল প্রতিনিধি

১৩ জুন, ২০২০ ১৫:২৬

শার্শায় গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

শুক্রবার (১২ জুন) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- শার্শা উপজেলার গোগা (বিলপাড়া) গ্রামের জাহার আলীর ছেলে জিল্লুর রহমান (৪০) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খেজমত আলীর ছেলে খোকন মিয়া (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে শার্শা থানার এসআই পবিত্র বিশ্বাস শার্শা ইউনিয়নের পান্তাপাড়া জেলেপাড়া গ্রামস্থ ডাবলুর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে জিল্লুকে ২ কেজি গাঁজাসহ আটক করে।

অপর দিকে আজ ভোর রাতে শার্শা শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া নামক স্থান থেকে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ খোকন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা পিএসসি জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত