সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩ ১০:২৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ছয় তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ।

এ ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে লক্ষ্মী নিবাসের পাঁচ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন বলেন , “ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়ে গেছে৷

“পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনশেড ঘরের উপর গিয়ে পড়ে৷ ওই ঘরে কেউ না থাকায় হতাহত হননি৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে, আসবাবপত্র সব পড়ে গেছে৷”

তিনি বলেন, “ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দু’টোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷”

হোসাইনী নগর এলাকার ভবনটির মালিক মাসুদুর রহমান আসলাম৷ তার ছেলে মো. সীমান্ত বলেন, “বিকট শব্দে বিস্ফোরণটি হয়ে আগুন ধরে যায়৷ পরে ভাড়াটিয়ারা মিলে আগুন নেভান৷ পাঁচতলার দু’টি ফ্ল্যাটের দেয়াল ভেঙে গেছে৷

“ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় জানিয়ে ফ্ল্যাটগুলো খালি করে দিতে বলেছেন৷ ভাড়াটিয়াদের সকলে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন।”

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই বিদ্যুৎ চলে যায়৷ বিস্ফোরণের শব্দ অন্তত আধা কিলোমিটার দূর থেকেও পাওয়া যায়৷

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকার একটি ব্যাটারিচালিত রিকশার শো-রুমে ভয়াবহ বিস্ফোরণ হয়৷ ওই বিস্ফোরণে মারা যান শো-রুমের ম্যানেজারসহ আরও দুই কর্মী৷ আহত হন বেশ কয়েকজন৷ বিস্ফোরণের ওই ঘটনায় শো-রুমটির চারপাশের দেয়ালসহ পাশের দু’টি ভবনও ধসে পড়ে৷

আপনার মন্তব্য

আলোচিত