সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০১৬ ১৫:৩০

গুলিস্তানে সংঘর্ষে আহত ডিসি হাসপাতালে

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্থানের মার্কেটের ব্যবসায়ী ও ফুটপাতের হকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের সময় ডিসি আনোয়ার হোসেনের মাথায় হেলমেট থাকলেও হেলমেটের কাঁচ উঠানো ছিল। হঠাৎ একটি ইটের টুকরা এসে তাঁর কপালে আঘাত করে।

বর্তমানে তার মাথায় সিটি স্ক্যান করা হচ্ছে বলে জানা গেছে।

একই ঘটনায় আহত আরো দু’জনকে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- হকার বিল্লাল (৩৭) এবং দোকান কর্মচারী নজরুল (২৩)।

আপনার মন্তব্য

আলোচিত