নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০১৬ ০০:৩৫

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার চট্টগ্রামে মানববন্ধন

দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সোমবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় নগরীর জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ইভেন্টও খোলা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে মাসুদ পারভেজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান না থাকার কথা থাকলেও আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক শ্রেণির সাম্প্রদায়িক লোক হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা-ভাঙচুর ও তাদের বাড়িঘর লুটের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এটা সাম্প্রদায়িক এক শক্তির উত্থানের নির্দেশক, তাই অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষকে এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মাসুদ আরও বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক হিন্দু ধর্মাবলম্বীদের মালাউনের বাচ্চা বলে গালি দেওয়ার এক অভিযোগ উঠেছে, এটা অনাকাঙ্ক্ষিত, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সাম্প্রদায়িক মানসিকতার এ মন্ত্রীর অপসারণেরও দাবি জানাচ্ছি।

এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে সুস্থ চিন্তার সকল মানুষকে সোমবারের এ কর্মসূচিতে অংশগ্রহণের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত