সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৬ ১০:৫০

বোমা বানাতে গিয়ে কব্জি উড়ে গেলো যুবকের

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরের তাড়াশ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চারঘাট থানা এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে সাদেকুল ইসলাম (২৮)। তবে আহত অপরজনের নাম পাওয়া যায়নি।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরি করছিলেন। এসময় অসাবধানবশত বোমা বিস্ফোরণ হলে সাদেকুলের দুই হাতের কব্জি উড়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় অন্যরা আহত হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সাদেকুলের অবস্থা অশঙ্কাজনক। 

রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথুন জানান, সাদেকুলের দুই কব্জি এবং ডান চোখ উড়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার আছে। 

আপনার মন্তব্য

আলোচিত