সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৩

বিমানবন্দরে সাত নারীসহ ১৪ ওমরাহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৪ জন ওমরাহ হজ যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে সাত জন নারী রয়েছে। বুধবার সকালে তাদের আটক করা হয়।

এদিকে এ ঘটনার পর সৌদি আরবে যাওয়া এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি পৌনে দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রাম বিমান বন্দর ছেড়ে যায়।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো.শাহরিয়ার আলম জানান, সাতজন নারী ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন। নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে একজন করে মাহরাম (নিকটাত্মীয়) যেতে হয়। কিন্তু তারা যে সাত পুরুষকে সঙ্গে এনেছেন তারা কেউই নিকটাত্মীয় নন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে সাতজন পুরুষই কেউ তাদের নিকট আত্মীয় নন। এরপর তাদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ৯টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তাদের পাসপোর্ট, ভিসা ঠিক থাকলেও নিকটাত্মীয় না থাকায় তাদের আটকে দেয়া হয়। পৌনে দুই ঘণ্টা বিলম্বে বিমানটি সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত